রাজশাহী জেলের এক বনলতা সেন
রাজশাহী জেলের এক বনলতা সেন
অশোক মিত্র এক নিভৃত সন্ধ্যায় জীবনানন্দের কাছে প্রশ্ন রেখেছিলাম, বনলতা সেন নামটি কবিতায় ব্যবহারের জন্য তাঁর কী করে মনে এল; সেই সঙ্গে এটা জিজ্ঞেস করছিলাম, কবিতাটির অন্তঃস্থিত অন্ধকারের প্রসঙ্গ তাঁর কি আগে থেকেই ভাবা ছিল, নাকি বনলতা সেন নামটি বেছে নেওয়ার পর কবিতাটি নিজের নিয়তি নির্ধারণ করেছে। দ্বিতীয় প্রশ্নের কোনো জবাব পাইনি। জীবনানন্দ শুধু জানিয়েছিলেন, সেই সময় আনন্দবাজার পত্রিকায় মাঝেমধ্যে নিবর্তক আইনে বন্দিরা কে কোন কারাগারে আছেন বা কোন জেল থেকে কোন জেলে স্থানান্তরিত হলেন, সেসব খবর বেরোত। হয়তো ১৯৩২ সাল হবে, নয়তো তার পরের বছর, বনলতা সেন নামে এক রাজবন্দি রাজশাহী জেলে আছেন, খবরটা তাঁর চোখে পড়ে। রাজশাহী থেকে নাটোর তো এক চিলতে পথ। ইতিবৃত্তের এখানেই শেষ। প্রাক্-স্বাধীনতা যুগে রাজবন্দিনী সেই মহিলা পরে গণিতের অধ্যাপিকা হয়েছিলেন, কলকাতা কলেজেও পড়িয়েছিলেন। বিবাহোত্তর পর্বে অন্য পদবি ব্যবহার করতেন, তাঁর সঙ্গে সামান্য আলাপ হয়েছিল। ভব্যতাবশতই জিজ্ঞেস করা হয়নি তিনি কবিতাটির সঙ্গে আদৌ পরিচিত কি না। কিছু রহস্যকে অন্ধকারে ঢেকে রাখাই সম্ভবত শ্রেয়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
No comments:
Post a Comment