Saturday, January 1, 2011

বনলতা সেন চরিত্রে

বনলতা সেন চরিত্রে

অনলাইন প্রতিবেদক | তারিখ: ১৪-১০-২০১০

মিম
জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতার বনলতা হবেন লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মিম। ‘লাবণ্য ও বনলতা’ নামের এ নাটকটি রচনা করেছেন মশিউল আলম এবং পরিচালনা করেছেন আকরাম খান। ২০ অক্টোবর থেকে নাটোরের বিভিন্ন স্থানে এর শুটিং শুরু হবে বলে জানা গেছে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিম বলেন, ‘আমার খুবই ভালো লাগছে পাভেল (আজাদ আবুল কালাম) ভাইয়ের মতো একজন বড়মাপের অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে। এটাই পাভেল ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ হবে। তা ছাড়া বনলাতা সেন চরিত্রটি আমার জন্য অনেক স্বপ্নের। আমি প্রায়ই জীবনানন্দের বনলতা সেন কবিতাটি পড়ি, তখন থেকেই এ ধরনের একটি চরিত্রের কথা মনে মনে ভাবতাম। বলতে পারেন এটা আমার একটা স্বপ্নের চরিত্র। এ ধরনের একটি চরিত্রে কাজ করতে যাচ্ছি ভেবেই নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে।’
মিম আরও বলেন, লাবণ্য ও বনলতা নাটকটি ছাড়া তিনি এরই মধ্যে শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় ‘লোহার কানন’ নামে একটি নাটকে র্যাম্প মডেলের চরিত্রে অভিনয় করেছেন। তিনি বর্তমানে নুরুল আলম আতিকের পরিচালনায় একটি টেলিছবির কাজে নরসিংদী আছেন। এতে তিনি হিল্লোলের বিপরীতে কাজ করছেন।
Source:

Prothom Alo


'...পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন...' শোবিজ প্রতিবেদকজীবনানন্দ দাশ 'বনলতা সেন' কবিতায় নাটোরের মেয়ে বনলতার যে বর্ণনা দিয়েছেন, তার সঙ্গে বাস্তবের কোনো মেয়ের মিল খুঁজে পাওয়া মুশকিল। তবুও খুঁজে পাওয়া গেলে প্রথমেই দেখতে হবে তার চোখ 'পাখির নীড়ের মতো কিনা'। লাক্স তারকা মীমের চোখ কি পাখির নীড়ের মতো? হয়তো। তা না হলে নির্মাতা আকরাম খান তাকে বনলতা সেন সাজাচ্ছেন কেন। বনলতা হচ্ছেন সিনহা বিদ্যা সাহা মীম। জীবনানন্দ দাশের কবিতা অবলম্বনে 'লাবণ্য ও বনলতা' শিরোনামের নাটকে তিনি এমন চরিত্রে অভিনয় করছেন। নাটকটি রচনা করেছেন মশিউল আলম। শুটিং শুরু হবে ২০ অক্টোবর। মীম বলেন, 'আমার খুবই ভালো লাগছে। বনলতা সেন চরিত্রটি আমার জন্য স্বপ্নের মতো।'
'বনলতা ও লাবণ্য' নাটকে আরো অভিনয় করছেন নাজনীন হাসান চুমকী, আজাদ আবুল কালাম প্রমুখ। নাটকে লাবণ্য চরিত্রে অভিনয় করবেন নাজনীন হাসান চুমকী। আর বনলতা সেনের বিপরীতে কবির চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম। এ নাটকের মাধ্যমে প্রথমবারের মতো জুটি হচ্ছেন সিনহা বিদ্যা সাহা মীম ও আজাদ আবুল কালাম।
Source: Daily Bangladesh Pratidin, 16 OCT, 2010

No comments:

Post a Comment