আধুনিক বনলতা সেন
by clingb
নাটোর যাইনি কখনো
সময়ও নাই;
যদিও দশদিক দেখার ইচ্ছা আমার প্রবল।
আর এই নাগরিক যুগে
সময় কেবল ছুটে চলে অবিরাম
তাই সময় পাইনি
দেখা হয়নি কখনো
নাটোরের বনলতা সেন।
কিন্তু প্রতিদিন অনুভব করি ‘জীবনানন্দ’ অনভূতি
যখন সারাদিন পর
নানা কাজে অকাজে ক্লান্ত পরিশ্রান্ত আমি ঘরে ফিরি।
যখন খুলে বসি ল্যাপটপ
প্রিয় গান বাজে কোন
কিংবা উড়ন্ত মেইল নিয়ে আসে
হাসি আনন্দের বার্তা।
আমি পুরো পৃথিবীকে খুঁজি
এক মুহুর্তে ঘুরে আসি সিংহল সমুদ্র থেকে মালয় সাগর
হাজার বছরের সব ঘটনা-দুর্ঘটনা
খবর হয়ে থাকে আঙ্গুলের নীচে আমার।
আমি ঘুরে আসি পৃথিবীর এপার ওপারে
অন্ধকার জগত থেকে অমর আলোক
আর এভাবেই সমস্ত দিনের শেষে
শিশিরের শব্দের মতন যখন সন্ধ্যা নামে
আমাকে দুদন্ড শান্তি দেয়
আধুনিক বনলতা সেন
প্রিয় ল্যাপটপ আমার।।
ক্লিন
২৭ জানুয়ারি,২০০৯
রাত ১.৫২
Web Source: http://doridro.com/forum/viewtopic
নাটোর যাইনি কখনো
সময়ও নাই;
যদিও দশদিক দেখার ইচ্ছা আমার প্রবল।
আর এই নাগরিক যুগে
সময় কেবল ছুটে চলে অবিরাম
তাই সময় পাইনি
দেখা হয়নি কখনো
নাটোরের বনলতা সেন।
কিন্তু প্রতিদিন অনুভব করি ‘জীবনানন্দ’ অনভূতি
যখন সারাদিন পর
নানা কাজে অকাজে ক্লান্ত পরিশ্রান্ত আমি ঘরে ফিরি।
যখন খুলে বসি ল্যাপটপ
প্রিয় গান বাজে কোন
কিংবা উড়ন্ত মেইল নিয়ে আসে
হাসি আনন্দের বার্তা।
আমি পুরো পৃথিবীকে খুঁজি
এক মুহুর্তে ঘুরে আসি সিংহল সমুদ্র থেকে মালয় সাগর
হাজার বছরের সব ঘটনা-দুর্ঘটনা
খবর হয়ে থাকে আঙ্গুলের নীচে আমার।
আমি ঘুরে আসি পৃথিবীর এপার ওপারে
অন্ধকার জগত থেকে অমর আলোক
আর এভাবেই সমস্ত দিনের শেষে
শিশিরের শব্দের মতন যখন সন্ধ্যা নামে
আমাকে দুদন্ড শান্তি দেয়
আধুনিক বনলতা সেন
প্রিয় ল্যাপটপ আমার।।
ক্লিন
২৭ জানুয়ারি,২০০৯
রাত ১.৫২
Web Source: http://doridro.com/forum/viewtopic
No comments:
Post a Comment