Monday, January 3, 2011

তরুণ কবির চোখে

তরুণ কবির চোখে
বনলতা সেন কেউ না

চঞ্চল আশরাফ
এই কবিতার ব্যাখ্যায় অনেক স্থূলতা ও সামান্যীকরণের নিদর্শন আমরা দেখেছি। প্রথমত, এটি মোটেও প্রেমের কবিতা নয়। দ্বিতীয়ত, এর ব্যাখ্যায় বলা হয়, বনলতা সেন নামের কোনো গণিকার রূপকে কেন্দ্র করে এটি লেখা। এটাও বিভ্রান্তিকর। একে মৃত্যু চেতনার কবিতা মনে করাও ঠিক নয়। আসলে বনলতা সেন কেউ নয়, যে পথিক এ কবিতায় ঘুরে বেড়াচ্ছে সেও কেউ নয়। এরা হলো 'নোবডি'। এই নোবডি আসলে আকর্ষণ করছে অনির্র্ণেয় ও অনির্দিষ্ট এক সময়-পরিপার্শ্ব-মনস্তত্ত্ব-শূন্যতা ও অপূর্ণতাকে।
গভীর রাতে বনলতার সঙ্গে দেখা
টোকন ঠাকুর
বনলতা সেন পড়তে গিয়ে মনে হয়েছে, বাঙালির তরুণ মানসের চিত্রকল্প প্রতিমা। নাগরিক হয়ে ওঠার সঙ্গে সঙ্গে একে বেশি উপলব্ধি করা যায়। যে নারী চিরকাল অধরা, তাকে ধরার জন্য মনের মধ্যে নিরন্তর উথালি-পাথালি হতে থাকে। এ উথালি-পাথালি মানুষ মাত্রই ঘটে থাকে। সেই অনুভূতি নিয়েই কবিতাটি লিখেছেন জীবনানন্দ। এটি নিয়ে আমি নাটক বানাব। নাটোরের রানী ভবানীর ভগ্ন ভবনে একরাত ছিলাম। গভীর রাতে বনলতার দেখা পেলাম। সে এসেছিল। আসলে বনলতা সব যুবকের বেলায় এমন_ অদৃশ্য, উপলব্ধির চোখ দিয়ে দেখতে হয়। সকালের রোদে হারিয়ে গেল ও।
হাজার বছরের মানবযাত্রা
শামীম রেজা
তিন স্তবকের ১৮ লাইনের কবিতায় প্রথম স্তবকে আত্মপরিচয়, দ্বিতীয় স্তবকে প্রেমিকার রূপ ও শরীর সম্বন্ধীয় আ@ি@@@ক উপমা, তৃতীয় স্তবকে পরিণাম। কবিতাটিতে 'আমি'র নানামাত্রিক রূপ। 'পাখির নীড়' চিত্রকল্পটিকে শান্তির প্রতীক ধরা যায়, আবার প্রেমিকার চোখও হতে পারে। অখ্যাত এক মহকুমা শহর নাটোরকে শ্রাবস্তীর সীমা-অসীমের ব্যঞ্জনায় ইতিহাসের নগরী করে তুলেছেন জীবনানন্দ। হাজার বছর ধরে যে মানবযাত্রা চলছে, তারই সর্বাঙ্গীণ মহাযাত্রায় 'আমি' এবং 'বনলতা সেনের' নবজন্ম।
আবহমান মানুষের পরিব্রাজনচিত্র
মুজিব মেহদী
কবিতাটির রোমান্টিক আবহ বেশির ভাগ পাঠকই ছুঁতে পারেন। তবে হাজার হাজার বছরের ইতিহাসে মানুষের ঝঞ্ঝাক্ষুব্ধ পরিব্রাজনচিত্র, তা-ই অঙ্কিত হয়েছে এ কবিতায়। মানুষ নিয়ত শান্তি-স্বস্তির সন্ধানে ফেরে, ক্লান্ত-শ্রান্ত হয়ে ফুরিয়ে যায়, কিন্তু মানবের শান্তিসন্ধান জারি থাকে; কারণ, 'মানুষের মৃত্যু হলে তবুও মানব/থেকে যায়'। এ কবিতার 'বনলতা সেন', নারীমাত্র নন; এ হচ্ছে মানুষমাত্রের চিরপ্রতাশ্যার শান্তির প্রতীক, তা সে যে উপায়েই অর্জিত হোক।
কবিতাটির ব্যবহারিক মূল্যও আছে
কামরুজ্জামান কামু
শিল্পমূল্যের জায়গা থেকে বললে অনেক কিছুই বলা যায়, কিন্তু সত্যিকথা বলতে কি, কবিতাটি সবচেয়ে বেশি কাজে লেগেছে প্রেমিক-প্রেমিকাদের। একটা কবিতা শুধু কবিতাই থাকেনি, এর ব্যবহারিক মূল্যও তৈরি হয়েছে।
অনুলিখন : মেহেদী উল্লাহ
Daily Kalerkantho

1 comment:

  1. Coin Casino UK » Casino | Play £10, Get 20 Free Spins
    No deposit bonuses are 바카라사이트 new to UK online casinos. There's no need to make a deposit at this 인카지노 year's 메리트카지노 new online casino.

    ReplyDelete